লালমনিরহাট বার্তা
সোনার বাংলা ফাউন্ডেশন- বাংলাদেশ ৩ মাসে ২১ হাজার কিডনি ডায়ালাইসিস করেছে
বিশেষ প্রতিনিধি | ৭ এপ্রি, ২০২৩, ৮:৪৭ AM
সোনার বাংলা ফাউন্ডেশন- বাংলাদেশ ৩ মাসে ২১ হাজার কিডনি ডায়ালাইসিস করেছে

সোনার বাংলা ফাউন্ডেশন -বাংলাদেশ (এসবিএফ-বি) চলতে বছরের ৩ মাসে ১৮টি জেলার ২০টি ডায়ালাইসিস সেন্টারের মাধ্যমে ২১ হাজার কিডনি ডায়ালাইসিস সম্পন্ন করেছে। গত বছর এসবিএফ-বি ৭৬ হাজার ৮শত ৪৮ কিডনি ডায়ালাইসিস সম্পন্ন করেছে। দেশের প্রতি কৃতজ্ঞতাবোধ ও ভালোবাসা থেকে প্রবাসী বাংলাদেশীদের পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, সহায়তায় এবং কিছু ত্যাগি ও সেবা মনোভাবাপন্ন বাংলাদেশীদের পরিচালনায় গড়ে ওঠা সোনার বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ২০০৯ সালে আমেরিকা ক্যালিফোনিয়াতে এই ফাউন্ডেশন গঠিত হয়।

২০১৫ সালে বাংলাদেশের কান্ট্রি অফিস সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ এনজিও ব্যুরো থেকে নিবন্ধন লাভ করে। ফাউন্ডেশনটির মূল লক্ষ্য স্বল্প খরচে মান সম্মত কিডনি ডায়ালাইসিস পাশাপাশি কিডনি ডিজিস, প্রিভেনশন এন্ড স্ক্রিনিং প্রজেক্ট এর মাধ্যমে রোগ প্রতিরোধ ও সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করে জনসচেতনতা বৃদ্ধি করা।

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ পরিচালিত ২০টি কিডনি সেন্টারের মধ্যে শুধু মাত্র ঢাকাস্থ শ্যামলী কেন্দ্রে প্রতিটি ডায়ালাইসিসের জন্য ২ হাজার ১ শত টাকা। বাকী ১৯টি কেন্দ্রে ১ হাজার ৯শত টাকা নেয়া হয়। সর্বপরি অসচ্ছল রোগীদের জন্য প্রতিটি ডায়ালাইসিসে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুদানের ৫শত টাকা এবং জাকাত তহবিল থেকে ২/৩ শত টাকা প্রদান করা হয়। ফতে প্রতিটি কিডনি ডায়ালাইসিস এর খরচ পড়ে ১১/১২ শত টাকা।

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ পরিচালিত ২০ টি কিডনি ডায়ালাইসিস সেন্টার সমূহের নাম নিম্নে দেওয়া হলোঃ

১। এসবিফ কম্প্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টার (ঢাকা)

২। ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার (রাজশাহী)

৩। ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার (বগুড়া)

৪। ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার (কুষ্টিয়া)

৫। ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার (দিনাজপুর)

৬। ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার (মৌলভীবাজার)

৭। আফজালিয়া এস্টেট লায়ন্স কিডনি ডায়ালাইসিস সেন্টার (চট্টগ্রাম)

৮। আইএসকে ফাউন্ডেশন-আফজালিয়া এস্টেট কিডনি সেন্টার (খুলনা)

৯। অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টার (বরিশাল)

১০। আফজালিয়া এস্টেট কিডনি ডায়ালাইসিস সেন্টার (রংপুর)

১১। আফজালিয়া এস্টেট-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার (যশোর)

১২। আফজালিয়া এস্টেট-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার (পটুয়াখালি)

১৩ । এসবিএফ হিউস্টন কিডনি ডায়ালাইসিস সেন্টার (নরসিংদী)

১৪। এসবিএফ ওহাইয়ো কিডনি ডায়ালাইসিস সেন্টার (নোয়াখালি)

১৫ । ইমদাদ-সিতারা খান কিডনি ডায়ালাইসিস সেন্টার (জামালপুর)

১৬। অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টার (ফরিদপুর)

১৭। এসবিএফ আমান ফাউন্ডেশন হেলথ সেন্টার (কেরাণীগঞ্জ)

১৮। এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার (নারায়ণগঞ্জ)

১৯। এসবিএফ-সেক্রামেন্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার (যাত্রাবাড়ী)

২০। এসবিএফ-সেক্রামেন্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার (গাজীপুর)

এই বিভাগের আরও খবর