লালমনিরহাট বার্তা
রংপুরের গণসমাবেশ সফল করার লক্ষ্যে আদিতমারীতে প্রস্তুতি সভা
বিশেষ প্রতিনিধি | ২ মে, ২০২৩, ৪:৫৩ AM
রংপুরের গণসমাবেশ সফল করার লক্ষ্যে আদিতমারীতে প্রস্তুতি সভা

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা চুক্তি সই, রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্য নিরসনসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ৬মে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

১ লা মে আদিতমারী উপজেলা কলকব্জা ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু। বক্তব্য রাখেন লালমনিরহাট ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আহবায়ক সূফী মোহাম্মদ, হরিদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, বিশিষ্ঠ সমাজকর্মী শাহজাহান সুমন, যুব সংগঠক ও উদ্যাক্তা বাংলাদেশ সেলুন লাইব্রেরি জামাল হোসেন, আদিতমারী সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন, সদস্য দুর্জয় রায় চৌধরী, শ্রী সুজন চন্দ্র রায়, সাংবাদিক অর্পিতা রায় প্রমুখ।

বক্তাগণ রংপুরের গণসমাবেশ সফল করার দলমত নির্বিশেষে সকল মানুষের প্রতি আহবান জানান।

এই বিভাগের আরও খবর