লালমনিরহাট বার্তা
পদ্মা রিভার সিস্টেমে ৮টি নদীর মধ্যে ৫টিতেই ভারতের বাঁধ !
বার্তা মনিটর | ৯ মে, ২০২৪, ৩:৪৫ AM
পদ্মা রিভার সিস্টেমে ৮টি নদীর মধ্যে ৫টিতেই ভারতের বাঁধ !

পদ্মা রিভার সিস্টেমে ৮টি নদীর মধ্যে ৫টিতেই বাঁধ দিয়েছে ভারত। ফলে ১৯৭৬ সাল থেকে ১৯৯৩ সাল অর্থাৎ ১৭ বছরে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৩ মিলিয়ন মার্কিন ডলার ।

তাছাড়াও চর্মরোগ, আর্সেনিক ও জরায়ু রোগ বৃদ্ধি পেয়েছে। মাটিতে লবণের মাত্রা ১৫ ডি এস এম২। সমগ্র এলাকা দেশের মোট স্থলভাগের ৩৭ শতাংশ ও মোট কৃষি উৎপাদনযোগ্য জমির ৩০%।

ভারতের পাঁচটি বাঁধের মধ্যে আত্রাই লোহাইট ড্যাম, ফারাক্কা ব্যারেজ, ভৈরব কপোতক্ষ, বেতনা কোদালিয়া ও ইছামতি।

এই বিভাগের আরও খবর