লালমনিরহাট বার্তা
রংপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ১২৪ টন চাল বিতরণ
রংপুর অফিসঃ | ৭ অক্টো, ২০২১, ৯:১৯ AM
রংপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ১২৪ টন  চাল বিতরণ
সনাতন হিন্দু ধম্বালম্বীদের আসন্ন দূর্গা উৎসব যথাযথ মর্যাদায় পালনের লক্ষে রংপুর মহানগর ও সদর উপজেলার ২৫৮টি পূজা মন্ডপ কমিটির মাধ্যমে রংপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ১২৪ টন চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার চেয়ারম্যান মোছাঃ নাছিমা জামান (ববি)রংপুর সদর উপজেলা পরিষদ হল রুমে ২৫৮টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারী চাল এর বরাদ্দপত্র তুলে দেন। এ সময় রংপুর মহানগরীর ১৫৬টি পূজা মন্ডপ কমিটিতে ৭৩টন এবং সদর উপজেলার ১০২টি পূজা মন্ডপে ৫১টন চাল বিতরণ করা হয়।
রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নুর নাহার বেগম এর সভাপতিত্বে আয়োজিত ত্রাণ কার্য (চাল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, কাজলী বেগম, চন্দনপাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর সদর উপজেলা কমিটির আহবায়ক পলাশ চন্দ্র রায়, সদস্য সচিব সঞ্জিত কুমার লারু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ত্রান কর্মকর্তা মোঃ আব্দুল মতিন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার এস আই মনতাজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সদস্য সেতু মোহন্ত, যুব নেতা ওয়াসিমুল বারী শিমু, কামরুজ্জামান শাহীন ও রাজু আহমেদ ।
এই বিভাগের আরও খবর