লালমনিরহাট বার্তা
ঝালকাঠির সড়কে ১৭ মৃত্যু: সেই বাসের সুপারভাইজার গ্রেপ্তার
ইত্তেফাক | ২৫ জুল, ২০২৩, ৬:০২ AM
ঝালকাঠির সড়কে ১৭ মৃত্যু: সেই বাসের সুপারভাইজার গ্রেপ্তার

ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ায় ১৭ জন নিহত হন। এ ঘটনায় বাশার স্মৃতি বাসটির সুপারভাইজার মো. ফয়সাল হাওলাদার মিজানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। সোমবার (২৪ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

র‍্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র‌্যাব জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহন অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। পথিমধ্যে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে পরিষদসংলগ্ন একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ১৭ জনের প্রাণহানি ও ৩৫ জন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর