লালমনিরহাট বার্তা
আদিতমারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
স্টাফ রিপোর্টারঃ | ২২ অক্টো, ২০২২, ৯:১০ AM
আদিতমারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

"আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক, সরকারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা, ওসি মোক্তারুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন প্রমুখ।

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন শেষে লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কের বুড়িরবাজার নামক স্থানে মোটরযান আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ার। এসময় আদিতমারী থানা পুলিশের একটি দল মোবাইল কোর্টে সহযোগিতা করেন। ওই দিন মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেন।

এই বিভাগের আরও খবর