লালমনিরহাট বার্তা
হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু
বার্তা অনলাইন ডেস্কঃ | ২ জুল, ২০২২, ১:০১ PM
হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু
হজের পালনের জন্য সৌদি আরব পৌঁছানোর পর আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে ১০ বাংলাদেশি মারা গেলেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।মৃত চারজন হলেন তপন খন্দকার (৬২), মো. রফিকুল ইসলাম (৪৭), মোছাম্মৎ ফাতেমা বেগম (৬০) ও মো. আবদুল গফুর মিঞা (৬২)।
তাদের মধ্যে তপন খন্দকারের ঢাকার লালবাগের বাসিন্দা। তিনি ১ জুলাই মারা যান। বাড্ডার সাঁতারকুলের বাসিন্দা ফাতেমা বেগমের মৃত্যু হয় ৩০ জুন। সিরাজগঞ্জের কামারখান্দা থানার জামতৈল গ্রামের মো. রফিকুল ইসলামের ৩০ জুন মারা যান। আর টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মো. আবদুল গফুর মিঞা মারা যান ২৮ জুন।
গত ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।(সূত্র: ইত্তেফাক)
এই বিভাগের আরও খবর