লালমনিরহাট বার্তা
সরকার দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে -সমাজকল্যাণ মন্ত্রী
স্টাফ রিপোর্টার | ১২ জুল, ২০২৩, ১২:১৮ PM
সরকার দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে -সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। করোনাকালীন বিপর্যয় কাটিয়ে সরকার দেশের উন্নয়নে মনোযোগী হয়েছে।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান ক্ষমতার মসনদে বসে অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। আর এ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ও উন্নয়নে কাজ করছে। মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য বীর নিবাস ও মৃত্যুর পরে গার্ড অব অনারের ব্যবস্থা করেছে এ সরকার।

বুধবার (১২ জুলাই)  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে ৩ কোটি ১ লাখ টাকা ব্যয়ে চাপারহাট ভুল্ল্যারহাট ইউজেডআর ২০০৮ হইতে ভিতরকুটি ভায়া তালুকমদাতী জিপিএস পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন ইউএনও জহির ইমাম, উপজেলা প্রকৌশলী সানজিদ রানা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর