লালমনিরহাট বার্তা
করোনায় মৃত্যু ৪, শনাক্ত বেড়ে ১৫.৭০ শতাংশ
বার্তা অনলাইন ডেস্কঃ | ৩০ জুন, ২০২২, ১:৩৭ PM
করোনায় মৃত্যু ৪, শনাক্ত বেড়ে ১৫.৭০ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়। আর শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। বৃহস্পতিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৫.২৩ শতাংশ ও ২ হাজার ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এসময় করোনায় কারও মৃত্যু হয়নি।এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৪৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।(সূত্র: ইত্তেফাক)
এই বিভাগের আরও খবর