লালমনিরহাট বার্তা
শিশুকন্যাকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত বাবাকে গ্রেপ্তার
রংপুর অফিসঃ | ১৭ অক্টো, ২০২২, ৫:৫১ AM
শিশুকন্যাকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত বাবাকে গ্রেপ্তার

রংপুর র‌্যাব-১৩,এর যৌথ অভিযানে শিশু কন্যাকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত বাবাকে গ্রেপ্তার করেছে। ২০১৬ সালে ২২ মাস বয়সী নিজ শিশু কন্যাকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ আলাল দুদু (৩৪), পিতা-মোঃ মোসলেম উদ্দিন প্লান্টু, সাং-কিশামতবিষূ মানজাই, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, হত্যা কান্ডের বিচার চলাকালীন সময় আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম গিয়ে আত্মগোপন করে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা-ছোয়ার বাইরে চলে যায়। গত ১৪ অক্টোবর সিপিসি-২, হাটহাজারী ক্যাম্প, র‌্যাব-৭ এবং সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম খুলশী, ০৩ নং রোড, আবাসিক এলাকা হতে মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী তারকন্যা সন্তানকে নিজ হাতে হত্যা করার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী আলাল ও তার স্ত্রী চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করতেন, সেই সূত্রে তারা চট্টগ্রামে বসবাস করতেন। তাদের ঘরে ২২ মাস বয়সী একটি কন্যা সন্তান ছিল। শিশুটি তার নানীর কাছে রংপুরে থাকত। ২০১৬ সালে ঈদে আলাল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি রংপুরে বেড়াতে যায়। এ সময় একদিন দুপুরে মেয়েকে নিজের বাড়িতে বেড়ানোর কথা বলে বের হয় আলাল। বিকাল বেলা মেয়েকে নিয়ে ফিরে আসার কথা থাকলেও আলাল ফিরে না আসায় শিশুটির নানী মোবাইলে যোগাযোগ করলে সে কিছুক্ষণের মধে আসবে বলে জানায় এবং নাতনীর সাথে তাকে কথা বলিয়ে দেয়। পরে শিশুটির মামা শুভ তার মোবাইল থেকে আলালকে ফোন করলে ফোন রিসিভ করে উল্টা-পাল্টা কথা বলতে থাকে। আলালের অসংলগ্ন কথা শুনে নানী এবং মামা আলালের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার মা, বাবা, ভাই এবং ভাবীকে জিজ্ঞেস করলে তারাও আলালের ব্যাপারে কিছু বলতে পারে না। তার দুদিন পর রংপুর জেলার কোতয়ালী থানা পুলিশ তাজহাট এলাকায় কলা বাগানে একটি শিশুর মরদেহ উদ্ধার করে।

পরে শিশুটির মা, নানী এবং আত্মীয়-স্বজন গিয়ে মরদেহটি সনাক্ত করে। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে পোকা ধরা, গলায় একটি দাগ এবং কান ও নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ ছিল। এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে রংপুর জেলার কোতয়ালী থানায় মোঃ আলাল দুদু (৩৪) সহ ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই বছরের অক্টোবরে পুলিশ আলালকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি নিজ হাতে তার ২২ মাস বয়সী শিশু কন্যাকে হত্যার বিষয়টি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করে। এ ঘটনায় আদালত তার মৃত্যুদন্ড দেয় আদালত।হত্যাকান্ডের বিচার চলাকালীন সময় আসামী মোঃ আলাল দুদু (৩৪)আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম গিয়ে আত্মগোপন করে। আসামীরবিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর