লালমনিরহাট বার্তা
খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে- সমাজকল্যাণমন্ত্রী
মো:শহিদ ইসলাম সুজন | ২৫ মে, ২০২২, ১:২৯ PM
খেলাধুলার  চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে- সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে।
মন্ত্রী আজ ২৫ মে শেখ কামাল স্টেডিয়ামে লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনুর্ধ-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। তিনি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার দেশে ক্রীড়া অবকাঠামো তৈরি করছে।
মন্ত্রী খেলাধুলার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চায় শিশু-কিশোরদের উৎসাহী করতে শিক্ষক অভিভাবক ও সংগঠকদের আহ্বান জানান। পরে মন্ত্রী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জেলা প্রশাসক মোঃ আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন্ট (অব:) আজিজুল হক বীর প্রতীক, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলা প্রামানিক, বত্রিশ হাজারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনা, রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল খেলায় লালমনিরহাট পৌরসভা ২-০ গোলে কালিগঞ্জ উপজেলাকে পরাজিত করেন। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনুর্ধ-১৭) এর উদ্বোধনী খেলায় কালিগঞ্জ উপজেলা ৩-০ গোলে লালমনিরহাট পৌরসভাকে পরাজিত করে।
এই বিভাগের আরও খবর