লালমনিরহাট বার্তা
আগামী ১৪ মে তিস্তা কনভেশন বাস্তবায়নে সভা
স্টাফ রিপোর্টারঃ | ২৭ এপ্রি, ২০২২, ৭:২০ AM
আগামী ১৪ মে তিস্তা কনভেশন বাস্তবায়নে সভা
আগামী বাজেটে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে অর্থ বরাদ্দ, রংপুরাঞ্চলের বৈষম্য দূরীকরণসহ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ৬ দফা দাবীতে ১৪ মে ’২২ তিস্তা কলেজ প্রাঙ্গণে তিস্তা কনভেশন অনুষ্ঠিত হবে।
তিস্তা কনভেশন বাস্তবায়নের লক্ষ্য ২৬ এপ্রিল বিকালে কালীগঞ্জ উপজেলার চর বৈরাতি বাবর আলী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের কালীগঞ্জ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। উত্তরাঞ্চলের বৈষম্য, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে আগামী বাজেটে অর্থ বরাদ্দ ও সংগঠনের ৬ দফা নিয়ে আলোচনা করেন, সংগঠনের স্ট্যাডিং কমিটি সদস্য ও লালমনিরহাট জেলা সভাপতি গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, কালীগঞ্জ উপজেলা সহ-সভাপতি উত্তর বাংলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম হেলাল, স্ট্যাডিং কমিটির সদস্য ও তুষভান্ডার হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ। সভা পরিচালক করেন কালীগঞ্জ উপজেলা কমিটি যুগ্ম সম্পাদক ও বাবর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যাডিং কমিটি সদস্য সাদেকুল ইসলাম দুলাল এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বক্তাগণ আগামী ১৪ মে দলগত নির্বিশেষে সকলকেই তিস্তা কনভেশনে যোগ দেয়ার আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর