লালমনিরহাট বার্তা
লালমনিরহাট শহরের পরিচ্ছন্নতা ও উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা
স্টাফ রিপোর্টার | ৯ মে, ২০২৪, ৫:৫৩ AM
লালমনিরহাট শহরের পরিচ্ছন্নতা ও উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা

রোটারি ক্লাব অব লালমনিরহাট এর উদ্যোগে লালমনিরহাট শহরের পরিচ্ছন্নতা ও উন্নয়ন ভাবনা শীর্ষক একটি সেমিনার ৭ মে সন্ধ্যায় রোটারি ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রোটারিয়ান রেজাউল করিম স্বপন। অনুষ্ঠানে পৌর এলাকার পরিচ্ছন্ন কর্মীদেরকে আমন্ত্রণ জানানো হয়। রোটারি ক্লাবের প্রেসিডেন্ট এস এম রফিকুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে মেয়রকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শুরু করেন।

মেয়র লালমনিরহাটকে শহরকে একটি পরিচ্ছন্ন শহরে এবং পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। সেই সাথে শহরকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নকর্মীদেরকে নির্দেশনা প্রদান করেন। তিনি আগামীতে প্রকল্পগুলির সম্পূর্ণ বাস্তবায়ন হলে লালমনিরহাট শহরকে সকল আধুনিক সুবিধায় পৌর নাগরিককে অন্তর্ভুক্ত করতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন পিপি এন্তাজুর রহমান, আই পিপি শামসুল আলম, পিপি আব্দুস ছালাম বকুল, প্রেসিডেন্ট ইলেক্ট মনজুর আলম ও হরিজন সমপ্রদায়ের সম্পাদক বাবু।

এই বিভাগের আরও খবর