শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯


প্রকাশ :

ভারতের তেলেঙ্গানা রাজ্যের শেভেলা মন্ডলে সোমবার (৩ নভেম্বর) সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। খবরটি জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে বাসের সঙ্গে সজোরে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে অনেক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। সাধারণ মানুষ এবং পুলিশ মিলে বাসের ভেতরে থাকা আহতদের উদ্ধার করেন। কিছু আহতের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে মাত্র দুই দিনের ব্যবধানে ভারতে দুইটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামে ভারত-মালা মহাসড়কে একটি দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ৩ জন আহত হন। ওই ঘটনায় একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেই যাত্রীবাহী বাস জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দাদের বহন করছিল। তারা বিকানার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাসটি রাস্তার পাশে দাঁড়ানো ট্রেলারের পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান।