শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

চীনের ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচারী উ ফেইসহ মহাকাশে পাঠানো হলো ৪টি কালো ইঁদুর


প্রকাশ :

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার (৩১ নভেম্বর) সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ‘শেনঝৌ-২১’ মহাকাশযান। এটি উৎক্ষেপণ করা হয় ‘লং মার্চ-২এফ’ রকেটের মাধ্যমে।

২০২২ সালে স্থায়ীভাবে বসবাসের উপযোগী করে গড়ে ওঠা চীনের মহাকাশ স্টেশনের এটি সপ্তম মানববাহী অভিযান। এই অভিযানে ৩২ বছর বয়সী উ ফেই প্রথমবারের মতো মহাকাশে গিয়েছেন, যিনি চীনের ইতিহাসে সবচেয়ে তরুণ নভোচারী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।

উ ফেইয়ের সঙ্গে রয়েছেন ৩৯ বছর বয়সী ঝাং হংঝাং। দুজনই ২০২০ সালে মহাকাশ কর্মসূচির জন্য নির্বাচিত হন। মিশনের নেতৃত্বে আছেন অভিজ্ঞ নভোচারী ঝাং লু (৪৮), যিনি এর আগে ২০২২ সালের ‘শেনঝৌ-১৫’ মিশনেও অংশ নিয়েছিলেন।

এই অভিযানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, নভোচারীদের সঙ্গে প্রথমবারের মতো চারটি কালো ইঁদুরও পাঠানো হয়েছে মহাকাশে। চীনের মহাকাশ স্টেশনে এটাই প্রথমবার কোনো ছোট স্তন্যপায়ী প্রাণী পাঠানো হলো। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীর প্রজনন প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্যই এই ইঁদুরগুলো নেওয়া হয়েছে।

‘শেনঝৌ-২১’ দল দায়িত্ব গ্রহণ করবে ‘শেনঝৌ-২০’ দলের কাছ থেকে, যারা ছয় মাসেরও বেশি সময় ধরে ‘তিয়ানগং’ নামের চীনা মহাকাশ স্টেশনে অবস্থান ও কাজ করেছেন। শেনঝৌ-২০ দলের সদস্যরা আগামী কয়েক দিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবেন।

চীনের শেনঝৌ কর্মসূচি এখন নিয়মিতভাবে প্রতি ছয় মাস অন্তর মানববাহী মহাকাশযান পাঠাচ্ছে। গত এক বছরে এই কর্মসূচির মাধ্যমে চীন মহাকাশ গবেষণায় নতুন নতুন মাইলফলক অর্জন করেছে—যার মধ্যে রয়েছে নব্বইয়ের দশকে জন্ম নেওয়া নভোচারীদের মহাকাশে পাঠানো, বিশ্বের দীর্ঘতম সময়ের স্পেসওয়াক রেকর্ড, এবং আগামী বছর পাকিস্তানের এক নভোচারীকে ‘তিয়ানগং’ স্টেশনে পাঠানোর পরিকল্পনা।