শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ১০ ভক্তের মৃত্যু


প্রকাশ :

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশী পূজার সময় পদদলনের ঘটনায় অন্তত ১০ জন ভক্তের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাসিবুগ্গা পুলিশের উপবিভাগীয় কর্মকর্তা (ডিএসপি) লক্ষ্মণ রাও।

পুলিশ জানায়, একাদশী উপলক্ষে হাজারো মানুষ ওই মন্দিরে জড়ো হয়েছিলেন। ভিড় ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেকেই মাটিতে পড়ে গিয়ে চাপা পড়েন। কয়েকজন শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এক্সে পোস্ট করে বলেন, “ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলনের খবর অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।” রাজ্যের কৃষিমন্ত্রী কে. আচান্নাইডু ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারক করেন।

স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থল মন্দিরটি ব্যক্তিমালিকানাধীন এবং রাজ্য এনডাওমেন্টস বিভাগে নিবন্ধিত নয়। একাদশীর অনুষ্ঠান আয়োজনের জন্য কোনো সরকারি অনুমোদনও নেওয়া হয়নি। মন্দিরের ভেতর ও আশপাশের কিছু অংশ এখনও নির্মাণাধীন ছিল, আর প্রবেশ ও প্রস্থান পথ একই থাকায় ভিড় আরও ঘন হয়ে যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগন মোহন রেড্ডি এক বিবৃতিতে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি। বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতেও তিরুপতিতে বৈকুণ্ঠ একাদশীর সময় একই ধরনের পদদলনের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ভিড় নিয়ন্ত্রণের অভাব এবারও বড় ধরনের প্রাণহানির কারণ বলে মনে করা হচ্ছে।