সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল টেক আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভয় পান: জেলেনস্কি


প্রকাশ :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারে ভয় পান বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ হিসেবে তিনি দাবি করেছেন, পুতিন তার জীবন এবং অন্যদের জীবন নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন। খবর নিউজ উইকের ।

বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। গত ২৫ সেপ্টেম্বর দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। মূলত এই ধরনের বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা যেতে পারে সম্ভবত এমন পরিস্থিতির আওতা বৃদ্ধি করছেন তিনি।

পুতিন এই কাজ করলেও মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তার উল্টোটা দাবি করলেন জেলেনস্কি। বললেন, তিনি মনে করেন না পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেবেন।

অবশ্য ইউক্রেনের রাষ্ট্রপ্রধান এ-ও বলেছেন, কেউ জানে না তার (পুতিনের) মাথায় আসলে কী আছে। তিনি যেকোনো সময় যেকোনো দেশের ওপর পারমাণবিক (অস্ত্র) ব্যবহার করতে পারেন। আবার না-ও করতে পারেন।

জেলেনস্কি বলেন, আমি নিশ্চিত নই যে তিনি এই কাজ করবেন। আমি যা মনে করি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আমি পুতিন নই। তাই আমি সঠিকটা জানি না। কারণ তিনি সবসময় পূর্ণাঙ্গ নন। কোনো পূর্ণাঙ্গ ব্যক্তি এভাবে ইউক্রেনে আসতে পারেন না এবং তিনি যা করেছেন তা করতে পারেন না।

তিনি বলেন, পুতিন তার জীবন ও জীবনযাত্রাকে ভালোবাসেন। তিনি যেভাবে অন্যদের জীবন নিয়ন্ত্রণ করছেন সেটা ভালোবাসেন। আমি বলতে পারি তাকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে ভয় পেতে হবে।