শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে হজ-ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের


প্রকাশ :

সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে নিজ নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। তীর্থযাত্রীর বেশে সৌদি আরবে গিয়ে যেন কেউ ভিক্ষা করতে না পারে তাই পাকিস্তান সরকার এবার নাগরিকদের কাছে মুচলেকা নিচ্ছে। 

গত বৃহস্পতিবারের সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গত সেপ্টেম্বরে পাকিস্তানি ভিক্ষুকদের ধরতে অভিযান চালিয়েছে। এরপর দেশটি সতর্ক বার্তা দিয়েছে, ওমরাহ ও হজ ভিসায় রিয়াদে পাকিস্তানি ভিক্ষুক ভরে গেছে।

ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে এমন ভিসায় কোনো পাকিস্তানি যেন প্রবেশ করতে না পারে- তার কড়া বার্তা পাকিস্তানের ধর্মমন্ত্রণালয়কে দেয় সৌদি সরকার।  

এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৌদির ডেপুটি-স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে, তারা ইতোমধ্যে ৪ হাজার ৩০০ ভিক্ষুককে ‘এক্সিট কন্ট্রোল’ লিস্টে পাঠিয়ে দিয়েছে।

এআরআই নিউজের রিপোর্টে বলা হয়েছে, তীর্থযাত্রীর বেশে সৌদি আরবে যেন কোনো ভিক্ষুক যেতে না পারে- এজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

এর মধ্যে একটি হচ্ছে, তীর্থযাত্রীদের এখন সৌদি যাওয়ার আগে মুচলেকা দিতে হবে। অঙ্গীকার করতে হবে- তারা সৌদিতে যাওয়ার পর ভিক্ষাবৃত্তি করবে না। 

এছাড়া তীর্থযাত্রীদের গ্রুপ আকারে সৌদিতে ভ্রমণ করতে হবে। এর মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে সহজেই কেউ জড়িয়ে পড়বে না বলে আশা পাকিস্তানের। যেসব ট্রাভেল এজেন্সি তীর্থযাত্রীদের সৌদি পাঠাবে তারাও একই ধরনের মুচলেকা নিবে। এটি করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া যেসব এজেন্সি এমন ভিক্ষুককে পাঠায় তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।