রংপুরে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট বদলানোর চেষ্টার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।এ আন্দোলনের ডাকদেন চিকিৎসক,কর্মচারী ও শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ডাঃ মাহমুদুল হক সরকার ও ডা.শরিফুল মন্ডলের নেতৃত্বে মেডিক্যোল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে দুপুরে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।
আন্দোলন কারীদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশ নেয়া মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সময়ের উপাধ্যক্ষ মাহফুজুর রহমান।এছাড়াও মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের সাথে মিলে শহীদ আবু সাঈদ হত্যা মামলার ফরেন্সিক রিপোর্ট বদলানোর জন্যে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসককে চাপ দিয়েছিলেন তিনি সে সময়ের রংপুর মেডিক্যোল কলেজের অধ্যক্ষ।এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দিয়েছেন তিনি।
আন্দোলন কারীরা আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করেছেন। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয়া কোন শিক্ষক রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষসহ কোন প্রশাসনিক পদে থাকতে পারবে না এটাই আমাদের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন ডাক্তার মাহফুজুর রহমান তিনি বলেছেন, আবুসাঈদ হত্যাকান্ডের ঘটনায় সঠিক প্রতিবাদন দেওয়ার জন্য চিকিৎসককে নির্দেশনা দিয়েছিলেন তিনি।তবে স্বাচিপের নেতৃত্ব দেয়ার ব্যপারে কোন কথা বলতে রাজি হননি তিনি।প্রসঙ্গত,ডাক্তার মাহফুজুর রহমান কে গতকাল মঙ্গলবার(২৯ অক্টোবর)রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে ।