শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে চেক জালিয়াতি ও মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেনের নেতৃত্বে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার বাদশা মিয়ার পুত্র ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মতিনুর রহমান এবং ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল কালাম আজাদকে তুষভান্ডার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি জাকির হোসেন বলেন, “কালীগঞ্জ মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। আমরা মাদক নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছি। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।”

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।