রাজারহাটে ২০২৫-২০২৬ অর্থবছরের বরি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিস গুদাম চত্বরে দুই হাজার চারশত কৃষক-কৃষানীর মাঝে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান এবং রাজারহাট সাংবাদিক ফোরামের আহ্বায়ক তারেকুর রহমান। এছাড়া সাত ইউনিয়নের কয়েকশো কৃষক-কৃষাণী সুবিধাভোগী হিসেবে উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, এই বীজ ও সার বিতরণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সরকারি সহযোগিতা তাদের চাষাবাদে নতুন উদ্দীপনা যোগ করবে।