শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সাংবাদিকতা শুধু লিখতে জানা নয়; এটি একটি শিল্প ও পেশা — প্রফেসর ড. খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল


প্রকাশ :

বাংলাদেশ স্কাউটের মিডিয়া ও পাবলিকেশন বিভাগের আয়োজনে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী অগ্রদূত জেলা সংবাদদাতা কোর্স। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় কোর্সটির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটের নির্বাহী পরিচালক মো. শামসুল হক, আর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের কোষাধ্যক্ষ ও কোর্স লিডার প্রফেসর ড. খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. শামসুল হক, মো. মশিউর রহমান, মো. আব্দুল্লাহ আল তারেক, জন্ময় কুমার দাস, মাইনুল হোসেন মুন্না, আরমান হোসেনমাহী আক্তার মিম প্রমুখ।

প্রশিক্ষণার্থীরা বলেন, “এই কোর্সের মাধ্যমে আমরা সংবাদ লেখা, উপযুক্ত ছবি তোলা, মোজো সাংবাদিকতা সহ সাংবাদিকতার নানান দিক শিখেছি—যা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।”

প্রধান অতিথি প্রফেসর ড. খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “সাংবাদিকতা শুধু লিখতে জানা নয়। সমাজ, দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা, তথ্য, মতামত, সমস্যা এবং বিশ্লেষণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি পেশা ও শিল্প।”

তিনি আরও বলেন, “স্কাউটার এবং রোভারদের জন্য এই প্রশিক্ষণ সাংবাদিক হওয়ার একটি দিকনির্দেশনা। আমি বিশ্বাস করি, এই দিকনির্দেশনা অনুসরণ করে তারা ভবিষ্যতে ভালো সাংবাদিক হয়ে উঠবে।”

দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী দুই দিনব্যাপী ১১টি সেশনে অংশ নেন। কোর্স শেষে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি হয়।