শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ভারী যানবাহনের চাপায় পথচারীর মৃত্যু


প্রকাশ :

রংপুরে দ্রুতগতির ভারী যানবাহনের চাপায় নুরুল ইসলাম (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নগরীর কলাবাড়ি এলাকায় রংপুর–কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকার কলিম উদ্দিনের ছেলে। শনিবার (১ নভেম্বর) সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস।

ওসি জানান, শুক্রবার রাতে হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি বাস বা ট্রাক নুরুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার সকালে সিআইডির সহায়তায় নিহতের নাম-পরিচয় শনাক্ত করা হয়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।