রংপুরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এবং বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ।
অভিযানে ডিউটি ডাক্তার না থাকা, অনুমোদনের চেয়ে বেশি শয্যা ব্যবহার, অপারেশন থিয়েটারের নিম্নমানসহ নানা অনিয়ম ধরা পড়ে। এ কারণে এলিট হাসপাতাল ও জয়তুন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। পাশাপাশি রহমানিয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারকেও বিভিন্ন অনিয়মের দায়ে সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।
রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, “এলিট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ছিল। ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিকদের নিয়ে বৈঠক ডাকা হবে, যেন তারা সরকারি নীতিমালা মেনে সেবা দিতে পারে।”
সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, “রোগীরা প্রত্যাশিত সেবা পাচ্ছে না, ক্লিনিকগুলোতে ডিউটি ডাক্তারও অনুপস্থিত। বিষয়টি বিএমডিসিকে জানানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”