শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা


প্রকাশ :

 লালমনিরহাট আদিতমারীতে এসিআই মটরস কোম্পানীর আয়োজনে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রথের পাড় স্থানে এসিআই মটরসের ক্রয়কৃতর ৫টি উপজেলার ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদেরকে নিয়ে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই মটরস ডাইরেক্টর সেলস মোঃ আজম আলী। বিশেষ অতিথি ছিলেন এসিআই মটরস রংপুর বিভাগ এজিএম মোঃ মাহমুদ রশিদ।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,আরএসএম এসিআই মটরস হামিদুর রহমান হেড অফিস টিম মোঃ জোহান,আনন্দ ইফতেজা ও সিনিয়র টেরিটোরি ম্যানেজার সোহেল রানা প্রমূখ।

অনুষ্ঠানে কাস্টোমার, ড্রাইভার এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মেলায় দেড় শতাধিক ট্রাক্টরের ফ্রি সার্ভিস,মেলায় আগত ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদের ফ্রি স্বাস্থ্য চেকআপ ও কাস্টমারদের অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়। 

মেলায় ৮টি ট্রাক্টর বিক্রি করা হয় এবং ৪ লক্ষ টাকার স্প্রেয়ার পার্চ বিক্রি করা হয়। 

শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহনকারী বিজয়ী ও এসিআই মটরসের সেরা গ্রাহক ও সেরা কিস্তিদাতাদের অনুষ্ঠানে পুরুস্কার প্রদান করা হয়।