লালমনিরহাট সদরের বড়বাড়ী এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাবিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান (আতোয়ার) আর নেই। তিনি গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা নামাজ আজ শনিবার বিকেল ৩টায় তাঁর নিজ গ্রামের (পুরাতন বাড়ি) নয়াবাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শিক্ষা অঙ্গনে আতাউর রহমানের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনন্য। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি এলাকাবাসীর কাছে ছিলেন সম্মানিত ও প্রিয় মুখ।