বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ঝড়ের তান্ডবে গাছের চাপায় শিশুর মৃত্যু


প্রকাশ :

রংপুরের পীরগাছায় ঝড়ের তান্ডবে গাছের চাপায় রনি মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামে এ দূর্ঘটনা ঘটে। রনি মিয়া ওই গ্রামের নুরুল হকের ছেলে। সে পরাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। এ তথ্য নিশ্চিত করেছেন, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ। 

তিনি জানান, শুক্রবার রাতে পীরগাছা উপজেলার উপরদিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এ সময় রনি সহ তার পরিবারের সদস্যরা নিজ শয়ন কক্ষে অবস্থান করছিলো। ঝড়ের এক পর্যায়ে ঘরের চালের উপরে বাড়ির পার্শ্বে থাকা একটি গাছ উল্টে পড়ে যায়। এতে ঘরের চাল দুমড়ে-মুচড়ে পড়ে গেলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। এ ঘটনায় ভাগ্যক্রমে পরিবারের অন্য সদস্যরা বেঁচে যান।