বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু


প্রকাশ :

 লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 ১৭ মে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেশী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ছেলে জামাল উদ্দিন(৩০) গোয়াল ঘরে গরুর গুঙ্গানি  শব্দ শুনে দরজা খুলে গরুর গায়ে স্পর্শ করার সাথে সাথে সে আটকে যায়। পিছে পিছে তার  মা কমলা বেগম (৬০) ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও  বিদ্যুৎ স্পৃষ্ট হয়। মুহুর্তের মধ্যে গরু সহ মা ও ছেলের মৃত্যু ঘটে।

জামাল উদ্দিন ওই এলাকার মৃত তৈয়ব আলীর পুত্র। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল দুলালী গ্রামে গিয়ে মা, ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা অবগত হই। মৃত জালাল উদ্দিন একজন অটোবাইক চালক। তিনি প্রতিদিনের মত গতকাল অটো চালিয়ে রাতে গোয়াল ঘরে অটোবাইকের ব্যাটারীতে চার্জার লাগিয়ে রেখে দেন। অজান্তেই কোন একসময় চার্জারটি বিস্ফোরিত হয়ে ছেরা তার এলোমেলো হয়ে পড়ে থাকে। সকাল সাড়ে ৯ টার দিকে প্রথমে গরু এবং পরে ছেলে ও মা বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু ঘটে।

স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান রমজান আলী জানান, স্থানীয়দের অনুরোধে মা ও ছেলের লাশ প্রশাসনের অনুমতি নিয়ে দাফন করা হয়।