বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে রাত জেগে পূজা মন্ডপ পাহারা দিচ্ছে বিএনপি


প্রকাশ :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ সুরক্ষায় এবং সবধরনের বিশৃঙ্খলা এড়াতে রাত জেগে নিরাপত্তায়  পূজা মন্ডপে মন্ডপে পাহারা দিচ্ছে লালমনিরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
লালমনিরহাট সদর উপজেলা ঘুরে দেখা গেছে সন্ধ্যার পর থেকেই সারা রাত পূজা মন্ডপগুলোর মেইন পয়েণ্টগুলোতে নিজের পরিচয়পত্র কার্ড গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে থেকে পূজা মন্ডপ পাহারা দিচ্ছে জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

মন্ডপে পাহারায় নিয়জিতদের সাথে কথা বলে জানা গেছে, দলীয় সিদ্ধান্তে জেলার সকল পূজা মন্ডপ সুরক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে জেলা বিএনপি ও তার   অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। যেন কোন দুষ্কৃতিকারীরা কোন প্রোকার বিশৃঙ্খলা বা কোন ধরনের অপ্রিতীকর  ঘটনা  সৃষ্টি না করতে পারে।

কয়েকটি  দুর্গা মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদগন জনিয়েছেন, মহাষষ্ঠীর দিন থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মন্ডপ গুলোতে রাত জেগে পাহারা দিচ্ছে বিষয়টি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। তারা বলেন অন্যান্য জেলায় মন্ডপে হামলা ভাঙচুর খবর শুনেছি, লালমনিরহাট জেলায় এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

এ বিষয়ে জেলা বিএনপি'র যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একে মমিনুল হক বলেন, এটি আমাদের দলের কেন্দ্রীয় ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে  পূজা মন্ডপ গুলো নিরাপত্তা দিচ্ছে আমাদের নেতাকর্মীরা। তিনি বলেন আপনারা জানেন ৫ই আগস্টের পর থেকে একটি গোষ্টি, অন্য একটি দেশকে খুশি করার জন্য  তারা বিভিন্ন ভাবে বিভিন্ন  প্রকার অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে  করে যাচ্ছে। তাই আমাদের কেন্দ্র সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের শারদীয় উৎসবটি শান্তি পূর্ণভাবে শেষ করতে পারে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান,বাংলাদেশ একটি সাম্প্রদায়ীক সম্প্রিতীর দেশ।  আবহমান কাল জুড়ে বাংলাদেশের সকল ধর্মের মানুষ পাশাপাশি থেকে একজন আরেকজনকে সহযোগিতা দিয়ে সব ধরনের সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান  করে আসছি। সাম্প্রতিক সময়ে পরাজিত স্বৈরশাসকের পেতাত্মারা, বিশেষ করে সনাতন ধর্মালম্বী মানুষদের বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে ভয় ভীতি প্রদর্শন করছে এবং তাদের শারদীয় দুর্গা উৎসবটি যেন শান্তিপূর্ণভাবে করতে না পারে সেজন্য  তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে। এ কারণে আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে  পাঁচস্তরের নিরাপত্তা  নেয়া হয়েছে। আমরা লালমনিরহাটে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে দায়িত্ব দিয়েছি যেন  তাদের শারদীয় দূর্গা পূজা ও শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে।