নেত্রকোনার পূর্বধলায় একটি পরিত্যক্ত ঘর থেকে নাঈম (২২) নামের এক যুবক এবং নিজের শ্বশুরবাড়ি এলাকার একটি ঘরের বারান্দা থেকে মোবারক হোসেন (৪২) নামের আরেক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে একই উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তপাড়া ও বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত নাঈম উপজেলার বারহা উত্তপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে এবং মোবারক হোসেন একই উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষভেড় গ্রামের আব্দুল ছালামের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নাঈম কিছুটা মাদকাসক্ত ছিল। শনিবার সকাল ৯টার দিকে সবার অজান্তেই বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের আড়ায় গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এদিকে, শুক্রবার নিজ শ্বশুরবাড়ি এলাকায় বিষমপুর গ্রামে আসেন মোবারক হোসেন। ওই দিন দিবাগত রাতে একই গ্রামের বাদশা মিয়ার ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মোবারক।
ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হবে।