বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মহান স্বাধীনতা দিবসে স্মৃতি সৌধে জাতীয় পার্টির শ্রদ্ধা জ্ঞাপন


প্রকাশ :

আজ ২৬ শে মার্চ,  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি দেশ ও লাল সবুজ পতাকার। পরবর্তী নয় মাস সশস্ত্র সংগ্রাম ও লাখো মুক্তি সৈনিকের জীবন উৎসর্গের বিনিময়ে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। দেশের মানুষ আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করছে।  

জাতীয় পার্টি আজ সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলন ও সকাল সাড়ে নয়টায়  জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ -এর নেতৃত্বে, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভুইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, মাতলুব হোসেন লিয়ন,  যুগ্ম মহাসচিব ও মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ সামসুল হক, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন, দ্বীন ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান, এনজিও বিষয়ক সম্পাদক ও জাতীয় তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, শেরপুর জেলা আহবায়ক মাহমুদুল হক মনি, কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান খান , মোটর শ্রমিক পার্টির আহবায়ক মেহেদী হাসান শিপন, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম সহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার চিরশান্তি কামনায় দোয়া করা হয়।