আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি: যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে লালমনিরহাটের আদিতমারী থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে থানা চত্বরে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এম ফজলুল হক।
আলোচনা সভাটি পরিচালনা করেন আদিতমারী থানার ওসি (তদন্ত) দেবব্রত রায়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সভাপতি হায়দার আলী এবং উপজেলা ছাত্র প্রতিনিধি হাবিবুল্লাহ আদনান মাহি প্রমুখ।