মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পুলিশের ডেভিল হান্টে ৩০ রাউন্ড 9mm গুলি উদ্ধার


প্রকাশ :

মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩০ রাউন্ড 9mm গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। 

জানা যায় বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানা পুলিশের একটি টিম অপরাধ দমন অভিযানে থাকা অবস্থায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।আটককৃত আসামীরা হলেন চাঁদপুর সদর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাকিব(২০) মিরপুর টি.এস. এলাকার : জলিলের ছেলে রুবেল(৩২)

মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমন জানায় - আটককৃত আসামিরা পুলিশের কাছে তাদের হেফাজতে থাকা দুটি অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। সেগুলো উদ্ধারেও পুলিশ কাজ করছে। 

এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইন -1878 এর 19(f) রুজু করে সাত দিনের পুলিশ রিমান্ড নিমিত্তে আদালতে পাঠানো করা হয়েছে।মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমন আরো জানায় মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছে পুলিশ।