রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার সহ সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যানার-প্লাকার্ড হাতে অংশ নেন।
মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র শামসুর রহমান সুমন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রহমতুল্লাহ, ইতিহাস বিভাগের শাওন ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নয়ন হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিলেন আবু সাঈদ। তাকে নিমর্মভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ভিডিও দেশ-বিদেশে ভাইরাল হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র-জনতার আন্দোলনে রুপ নেয় এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশে অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব পালন করছে। কিন্তু পুলিশ রহস্যজনক ভাবে আবু সাঈদ হত্যা মামলার আসামীদের গ্রেফতার করছে না।আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার রয়েছেন। মামলার আসামী পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রলীগের নেতা কর্মীদের এখনও গ্রেফতার করা হয়নি। এতে করে আবু সাঈদ হত্যাকান্ডের বিচার বিলম্বিত হচ্ছে এবং ন্যায় বিচার নিয়ে আবু সাঈদের পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশয় দেখা দিয়েছে। আমরা চাই অবিলম্বে আবু সাঈদ হত্যাকারীদের গ্রেফতার করা হয়। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।