পুরনো শত্রুতার জেরে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করে প্রায় ২০ শতাংশ জমির ধানক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম চারজনকে আসামি করে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর দিবাগত রাতে বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা মৌজার জমিতে বিবাদীরা ছোরা ও বল্লম নিয়ে প্রবেশ করে। এ সময় বিবাদী আউয়াল চার্জার মেশিনে কীটনাশক ভরে ধানক্ষেতে স্প্রে করে। স্প্রে করার সময় নজরুল ইসলাম ও তার ছোট ভাই আনোয়ার হোসেন পাশের পুকুরে মাছ ধরছিলেন। তারা জমিতে মানুষের আনাগোনা টের পেয়ে এগিয়ে গেলে বিবাদীরা তাদের ছোরা হাতে তাড়া করে। নজরুল ও তার ভাই আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে এলে তারা প্রাণে রক্ষা পান।
পরদিন সকালে দেখা যায়, জমির ধানের শীষসহ গাছ পুড়ে লালচে হয়ে গেছে। এতে প্রায় ১৬ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ওই জমিতে খুঁটি গেড়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল। অভিযুক্তরা হলেন আউয়াল, লুৎফর রহমান, আইজুল ইসলাম ও আনোয়ার হোসেন— তারা বিদ্যানন্দ ইউনিয়নের রতিমৌজা এলাকার বাসিন্দা।
অভিযুক্ত লুৎফর রহমান বলেন, “আমরা ধানক্ষেত নষ্ট করিনি। রেকর্ড অনুযায়ী প্রায় ১১ শতাংশ ও দলিল অনুযায়ী ২৩ শতাংশ জমির মালিক আমরা।”
স্থানীয় বাসিন্দা মোন্নাফ আলী, আলম মিয়া, মালেক ও সেপারুল ইসলাম বলেন, “মধ্যরাতে নজরুলের আত্মচিৎকার শুনে আমরা ঘর থেকে বের হয়ে আইজুল, আউয়াল ও লুৎফরসহ কয়েকজনকে দেখতে পাই। জমির মালিক নজরুলই।”
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”