মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গণভোট নয়, এখন নির্বাচনই জরুরি: মির্জা ফখরুল


প্রকাশ :

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গণভোট আয়োজনের সময়, অর্থ ও জনবল—কোনোটাই দেশের পক্ষে বাস্তবসম্মত নয়। তার ভাষায়, “নির্বাচনের আগে গণভোটের কথা বলা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত কিছু সুপারিশ একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত। আলোচনায় যেসব বিষয়ে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ ছিল, তা অন্তর্ভুক্ত না করে কমিশন কিছু সুপারিশ জোর করে জাতির ওপর চাপিয়ে দিতে চায়—যা ঐক্যের বদলে বিভাজন সৃষ্টি করবে।

তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে, তবে প্রস্তাবিত বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে—এমন প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর। কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া আইনে পরিণত হতে পারে না।”

ফখরুল জানান, জুলাই জাতীয় সনদের চূড়ান্ত সংস্করণ হাতে পাওয়ার পর দেখা গেছে, কমিশনের আলোচনায় যে দফাগুলোতে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছিল, তার কিছু অংশ ইচ্ছাকৃতভাবে পরিবর্তন বা বাদ দেওয়া হয়েছে। “এতে প্রমাণ হয়, প্রায় এক বছরব্যাপী আলোচনা ছিল অর্থহীন ও প্রহসনমূলক,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।