মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর


প্রকাশ :

জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। দুপুরে প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে কমিশনের সদস্যরা এই সুপারিশপত্র হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।