মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের


প্রকাশ :

গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও টিকিয়ে রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির ৬০ লাখ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ২০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর অনেককে গুম করা হয়েছে।

তিনি আরও বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর নির্যাতন চলে আসছিল। পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দমননীতি ভেঙে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। গণমাধ্যম সংস্কারের যাত্রা শুরু হয় তার সময় থেকেই।

নয়া দিগন্তের প্রশংসা করে ফখরুল বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ও এই পত্রিকা নির্ভীকভাবে কাজ করেছে। দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে পত্রিকার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এখন নির্বাচনের ঘোষণা এসেছে। আশা করি, এর মধ্যে সংস্কার সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাবে।