মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ


প্রকাশ :

সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায়  পাটগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচী করা হয়।

এদিন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের সমন্বয়ে একটি বিক্ষাভ মিছিল পাটগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির হাফেজ শোয়াইব আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াত মনোনিত লালমনিরহাট- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলার সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের আমির সোহেল রানা। 

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সার সিন্ডেকেটর কারণে কৃষক সার পাচ্ছেন না। সর্ষের মধ্যে ভুত রয়েছে। সারের দাম বেশি নিয়ে এ উপজেলায় তিনকোটি টাকার অবৈধ ব্যবসা হচ্ছে। কৃষকদের সারের ব্যবস্থা করতে না পারলে কৃষি উপদেষ্টা  পদত্যাগ করুন। কৃষক যদি সঠিকসময়ে সার না পায় তাহলে কৃষকদেরকে নিয়ে জামায়াতে ইসলামী গোটা দেশকে অচল করে দিতে বাধ্য হবে।