মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধনে প্রধান উপদেষ্টার স্বাক্ষর


প্রকাশ :

৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার সংক্রান্ত বিধি সংশোধনের ফাইলে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি এই ফাইলে সই করেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সারজিস আলম লেখেন, “৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইলে আজ প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তা জারির প্রক্রিয়া শুরু হবে।”

এর আগে গত মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার প্রতি সংশোধিত ফাইলটি দ্রুত অনুমোদনের আহ্বান জানিয়েছিলেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। তবে তাদের মধ্যে ৩৭২ জন আগে থেকেই একই বা সমমানের ক্যাডারে কর্মরত ছিলেন—অর্থাৎ রিপিট ক্যাডার।

এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর পিএসসি বিধি সংশোধনের উদ্যোগ নেয়, যাতে রিপিট ক্যাডারের পরিবর্তে মেধাক্রম অনুযায়ী নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া যায়। কিন্তু প্রশাসনিক জটিলতায় চার মাস পার হলেও সংশোধনের কাজ এগোয়নি। ফলে বাকি ১ হাজার ৩১৮ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়াও আটকে ছিল।

সাধারণত ফলাফল প্রকাশের পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু রিপিট ক্যাডার বিতর্কে এবার সেই ধাপ স্থবির হয়ে পড়ে।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে। এতে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হন। পরবর্তী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন, এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

প্রার্থীদের অভিযোগ, রিপিট ক্যাডার বিধি সংশোধনে দেরির কারণে নিয়োগ কার্যক্রম বন্ধ হয়ে আছে। অনেকে বয়সসীমার ঝুঁকিতে পড়ছেন, কেউ কেউ মানসিক চাপেও আছেন।