মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচন বিলম্বে অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল


প্রকাশ :

কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, এসব দল চায় না নির্বাচনের আয়োজন নির্ধারিত সময়েই হোক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির সব ভালো উদ্যোগ বিএনপির হাত ধরেই এসেছে, অথচ এমনভাবে প্রচার করা হয় যেন বিএনপিই দেশের সব সমস্যার কারণ।”

তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে এখন নির্বাচিত সরকারের বিকল্প নেই। অথচ কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দিতে মরিয়া। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা—সব ক্ষেত্রেই সংস্কার দরকার, আর সেই সংস্কার আনতে হলে অবিলম্বে রাজনৈতিক সরকার দরকার।”

অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, “সংস্কারের ধারক ও বাহক বিএনপি। যারা বিএনপিকে ভিলেন বানাতে চাইছে, তারা আসলে জনগণকে বিভ্রান্ত করছে। দেশের প্রতিটি ভালো কাজের পেছনেই জিয়াউর রহমানের ভূমিকা রয়েছে।”

জিয়াউর রহমানকে ‘ক্ষণজন্মা নেতা’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, “তার অসাধারণ নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততা ছিল। আওয়ামী লীগ তার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। ইতিহাস তাকে ধরে রেখেছে। তারেক রহমানও আজ তার দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন।”

তিনি আরও দাবি করেন, “যদি ১৯৭১ সালে জিয়াউর রহমান শহীদ হতেন, তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো—লিবিয়া বা আফগানিস্তানের মতো।”