রংপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতারা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু নগরীর মাহিগঞ্জ আমতলা বাজার, জোড়ইন্দ্রা, সরেয়ার তল, মেকুড়া, হোসেন নগর, রঘু বাজার, নগরমীরগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি গণঅভ্যূত্থান পরবর্তী দেশের মানুষের কাঙ্খিতরাষ্ট্র গঠনেবিএনপি’র নানা উদ্যোগ ও অঙ্গীকার তুলে ধরেন। সেই সাথে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।
বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন, একটি সুন্দর দেশ গড়তে তারেক রহমানের দেয়া ৩১ দফার মধ্যে সব বিষয় সন্নিবেশিত করা হয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগনের কাঙ্খিত সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে। ইতোমধ্যে সংস্কার কাজকে এগিয়েনিতে নানা ধরনের সভা-সেমিনার করা হচ্ছে। আমরা গণসংযোগ কালে বিএনপি’র পক্ষে মানুষের ব্যাপক সমর্থন দেখতে পাচ্ছি। যার প্রতিফলন আগামী ফেব্রুয়ারী মাসের নির্বাচনে দেখাযাবেবলে প্রত্যাশা করছি। সেই সাথে আমিনিজে রংপুর-৩ সদর আসনে একজন মনোনয়ন প্রত্যাশী। লিফলেট বিতরনের পাশাপাশি আমি সদর আসন বাসীর সমস্যা, সম্ভাবনা গুলো জানার চেষ্টাকরছি। আগামীতে জনগণের আকাঙ্খা পূরণ করার চেষ্টা করবো।বিএনপি’র ৩১ দফায় বর্ণিত‘নারীর মর্যাদা, সুরক্ষা, ক্ষমতায়ন এবং শিশুদের জীবনমান বিকাশের যথাযথ পদক্ষেপ গ্রহণ’শীর্ষক আলোচনা ও উঠান বৈঠক করেছেন মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড.মাহফুজ-উন-নবীডন। মঙ্গলবার বিকেলে নগরীর নজিরহাট এলাকায় এ কর্মসূচীতে ১২নং ওয়ার্ডের দুইশতাধিক নারী অংশ নেয়। দীর্ঘদিন ধরে আমাদের সমাজে নারী ও শিশুরা উপেক্ষিত হয়ে থেকেছে। তাদের প্রাপ্য মর্যাদা, সুরক্ষা দেয়ার ব্যাপারে বিএনপি’র ৩১ দফায় উল্লেখকরা হয়েছে। এছাড়া নারীদের প্রশিক্ষিতকরে জনসম্পদে পরিণত করাসহ তাদের ক্ষমতায়ন করা গেলে দেশ দ্রুত এগিয়ে যাবে। এ লক্ষ্যে আমরা উঠান বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণকরে বিএনপি’র ভারপ্রাপ্ত তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছেদিচ্ছি। এতে জনগণেরও ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ বিএনপি‘র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।