মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, দুই ধাপে কার্যকর


প্রকাশ :

দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে এটি দুই ধাপে বাস্তবায়িত হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। বিষয়টি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

এর আগে সরকার আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ নির্ধারণ করে সর্বনিম্ন দুই হাজার টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে শিক্ষকরা ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এবং দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকরা কালো কাপড় বেঁধে মিছিল করেছে এবং কিছু শিক্ষকের অংশগ্রহণে আমরণ অনশনও চলছে। অনশনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।