মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ


প্রকাশ :

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের গভর্নর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় ৩টি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।গত হস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটায় টারবাইন নষ্ট হওয়ায় তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

বর্তমানে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নং ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। গতকাল রোববার ১নং ইউনিটের টিউব ফেটে যাওয়ায় তাও বন্ধ ঘোষণা করা হয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে সংস্কারের কাজ চলায় প্রায় চার বছর আট মাস ধরে বন্ধ রয়েছে।

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তৃতীয় ইউনিটের মেরামত কাজ দ্রুত করাহচ্ছে।এক সপ্তাহের মধ্যে তৃতীয় ইউনিটটি আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরবে।আমরা চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি।