মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, সুষ্ঠু ভোটের প্রস্তুতি জোরদার: নির্বাচন কমিশনার আনোয়ারুল


প্রকাশ :

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনের সব প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে, আর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো নিজ নিজ দায়িত্বে কাজ করছে। পুলিশ সদস্যদেরও নির্বাচন-সংশ্লিষ্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে ভোট পরিচালনায় তারা আরও দক্ষ হতে পারে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এফআইবিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে “নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালন: চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচনে অংশ নেওয়া সবার আগে নিরপেক্ষ থাকা জরুরি। একটি ভোটকেন্দ্রের প্রধান দায়িত্বে থাকেন প্রিজাইডিং অফিসার—তাদের আইন জানা থাকা অত্যন্ত প্রয়োজন। আইনের সঠিক প্রয়োগ জানলে ভুল হবে না, দায়িত্বও সঠিকভাবে পালন করা যাবে।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন আগের চেয়ে অনেক বেশি কার্যকর ও প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো মূল্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে। ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না।

হাওর অঞ্চলের ভোটকেন্দ্রগুলো নিয়ে ইসি আনোয়ারুল বলেন, সুনামগঞ্জের অনেক জায়গা দুর্গম ও ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য কমিশন থেকে সুপারিশ করা হবে। তিনি বলেন, “নির্বাচনকে কোনোভাবে কলুষিত হতে দেওয়া হবে না। একটি নির্ভেজাল নির্বাচনের অপেক্ষায় শুধু দেশের মানুষ নয়, গোটা বিশ্ব তাকিয়ে আছে।”

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (বিটিইবি প্রকল্প পরিচালক) মুহাম্মদ মোস্তফা হাসান।

পরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন দলে ভাগ করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার কৌশল এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।