মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বঙ্গোপসাগরের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে নতুন সিঙ্গাপুর: প্রধান উপদেষ্টা


প্রকাশ :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগরের সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাংলাদেশ নতুন সিঙ্গাপুরে পরিণত হতে পারে। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, “আমাদের পরিকল্পনায় যদি মাতারবাড়ী, কক্সবাজার, মহেশখালী—সবকিছু মিলিয়ে একযোগে বন্দর উন্নয়ন করতে পারি, তাহলে পুরো অঞ্চলটা নতুন সিঙ্গাপুরে রূপ নেবে। এটি কেবল স্বপ্ন নয়, সঠিক পরিকল্পনা ও ঐক্য ধরে রাখতে পারলে এটি বাস্তব। সারা বিশ্বের জাহাজ তখন আমাদের বন্দরে ভিড়বে।”

তিনি বলেন, “আমরা বহু বছর ধরে বঙ্গোপসাগরকে উপেক্ষা করেছি। অথচ এটি আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই অঞ্চল সমৃদ্ধ খনিজ ও অর্থনৈতিক সম্ভাবনায় ভরপুর। এখন সময় এসেছে সেই সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করে তোলার।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আজ আমরা ঐকমত্যের ভিত্তিতে সনদ করেছি। এখন দরকার নির্বাচনের ক্ষেত্রেও এমন ঐক্য। আপনারা নিজেরা বসুন, আলোচনা করুন—কীভাবে একটি উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা যায়। তর্ক-বিতর্কে সময় নষ্ট না করে কাজের মাধ্যমে ঐক্যকে বাস্তবায়ন করুন।”

তিনি আরও বলেন, “এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। একসময় আমরা এমন এক জগতে ছিলাম যেখানে আইন-কানুনের ধার ধারা ছিল না। এখন আমরা নিয়মের পথে চলতে প্রস্তুত। এই ঐক্যই আমাদের সামনে এগিয়ে নেবে।”

ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “যদি আমরা আধুনিক সমুদ্রবন্দর তৈরি করতে পারি, তাহলে আর আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করতে হবে না। বরং অন্য দেশের জাহাজ আমাদের বন্দরে পণ্য আনবে, এখান থেকেই তারা সেগুলো নিয়ে যাবে। এতে শুধু বাংলাদেশ নয়, নেপাল, ভুটান, ভারতের উত্তর-পূর্বাঞ্চলও উপকৃত হবে। আঞ্চলিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

ড. ইউনূস বলেন, “এই সনদ কেবল কাগজে লেখা কিছু প্রতিশ্রুতি নয়, এটি ভবিষ্যতের দিকনির্দেশনা। যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি, নিয়ম মেনে চলতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এমন এক বাংলাদেশ পাবে, যাকে বিশ্ব বিস্ময়ের চোখে দেখবে।”