জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম প্রধান শক্তি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদে কোনো ছাড় নয়। আইনি ভিত্তি ছাড়া কোনো ধরনের নাটকীয়তায় এনসিপি অংশ নেবে না।”
এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া যদি জনগণের কাছে পরিষ্কার না হয়, তাহলে সেটিতে স্বাক্ষর করেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব না। তাই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।”
তিনি আরও জানান, দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সনদের বিষয়বস্তু স্পষ্ট না হলে কোনো সিদ্ধান্তে যেতে চায় না।