মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আগামী হজে নতুন ছয় নির্দেশনা সৌদি সরকারের


প্রকাশ :

আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও শৃঙ্খল রাখতে ছয়টি নতুন নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) সৌদি সরকারের পাঠানো চিঠির মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোকে এ নির্দেশনা জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের পবিত্র হজ। এ বছর বাংলাদেশের হজ কোটা নির্ধারিত হয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শেষ হচ্ছে প্রাথমিক নিবন্ধন।

নির্দেশনায় সতর্ক করা হয়েছে—শর্ত ভঙ্গ বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট হজ এজেন্সি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি সৌদি আরবে তাদের প্রবেশেও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে।

সৌদি সরকারের দেওয়া ছয়টি মূল নির্দেশনা হলো—

১. বাংলাদেশের সরকারি ও বেসরকারি হজযাত্রীর সংখ্যা, এবং জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারকারীদের বিস্তারিত তথ্য দ্রুত প্রেরণ করতে হবে।

২. হজযাত্রীদের ভবন পরিবর্তন, মাসার সিস্টেমে ভিন্ন ভবনের তথ্য ব্যবহার বা অনুমোদনবিহীন স্থানে আবাসনের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে।

৩. ২০২৫ সালের জন্য কালো তালিকাভুক্ত কোনো এজেন্সি ২০২৬ সালের হজে অংশ নিতে পারবে না।

৪. হজ সংক্রান্ত সব তথ্য ও লেনদেনের বিবরণ নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে তাৎক্ষণিকভাবে আপলোড করতে হবে।

৫. সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৯ ধরনের জটিল রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না। স্বাস্থ্য সার্টিফিকেটে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট মেডিক্যাল টিমের প্রধান ও অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হবে।

৬. প্রতিটি হজযাত্রীর নুসুক কার্ডে হোটেলের সঠিক তথ্য দিতে হবে। এই কার্ড বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার সময় বাসে সরবরাহ করা হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও ঝামেলামুক্ত হজ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।