মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ইতালি-চীন-পাকিস্তান-তুরস্ক থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার কিনছে বাংলাদেশ


প্রকাশ :

দীর্ঘদিন আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের ঘাটতি কাটাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে ইতালি, চীন, পাকিস্তান ও তুরস্ক থেকে উন্নতমানের যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ২০২৭ সালের মধ্যে ইতালি থেকে ১০টি ইউরোফাইটার টাইফুন ও তুরস্ক থেকে ৬টি টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চীনের কাছ থেকে ২০টি জে-১০সি এবং পাকিস্তানের কাছ থেকে ১৬টি জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার প্রস্তাবও পর্যালোচনায় আছে।

এই ক্রয়চুক্তি জিটুজি (সরকার-টু-গভর্নমেন্ট) পদ্ধতিতে সম্পন্ন হবে। বিমানবাহিনী কর্মকর্তাদের মতে, এই উদ্যোগে দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে এবং আধুনিক যুদ্ধ সক্ষমতা বাড়বে।