মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১৬


প্রকাশ :

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ার ফ্যাশন নামের একটি চারতলা পোশাক কারখানা এবং তার পাশের রাসায়নিকের গুদামে একসঙ্গে আগুন লাগে। খবর পেয়ে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে গুদামে থাকা রাসায়নিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেভাতে সময় লাগছে।

বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহত আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, এখনো তল্লাশি চলছে। পাশের কেমিক্যাল গুদামে আগুন জ্বলছে এবং পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, “ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা অনুসন্ধান চালাচ্ছি।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের নিচতলার ওয়াশ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার সব তলায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার-অক্সাইডের মতো দাহ্য পদার্থ মজুত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব উপাদানই আগুন নিয়ন্ত্রণে জটিলতা তৈরি করেছে।

এদিকে, আগুন লাগার পর থেকে রাসায়নিক গুদামের মালিক ও সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন, গুদামটি অনুমোদনবিহীনভাবে পরিচালিত হচ্ছিল। তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।